ভারতের নয়ে নয়

ভারতের নয়ে নয়। জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলবে ভারত। আজ নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৬০ রানের বিশাল ব্যবধানে। শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪১০ রান করে ভারত। জবাবে ৪৭ ওভার ৫ বলে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। গ্রুপে নয় ম্যাচের সবগুলোতেই জিতলো ভারত। এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল তারা।

সেমিফাইনালের আগে ব্যাটিং প্র্যাকটিস খুব ভালোভাবে সেরে নিল ভারত। দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪১০ রান করে রোহিত শর্মার দল। সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার ও লুকেশ রাহুল। আর হাফ সেঞ্চুরির দেখা পান রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। আগামী বুধবার ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

নেদারল্যান্ডস শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও সেমিফাইনালের আগে ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই দ্রুত রান তুলতে ব্যস্ত ছিলেন দুই উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে শুভমান একটু বেশি মারমুখী ছিলেন। ৩২ বলে ৫১ রানে তিনি আউট হলে ১০০ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর ৫৪ বলে ৬১ রান করে আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারই আজ ব্যাট হাতে ক্লিক করেছেন। প্রথম পাঁচ ব্যাটারের হাফ সেঞ্চুরি করার ঘটনা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলিও। শুভমানের সমান ৫১ রানে আউট হয়েছেন তিনি। কোহলি যখন আউট হয়েছেন তখন ভারতের সংগ্রহ ২৮ ওভার ৪ বলে ৩ উইকেটে ২০০ রান।

ভারত বাকি ২১০ রান করেছে ২১ ওভার ২ বলে। পাগলা ঘোড়ার মতো ছুটেছেন শ্রেয়াস আয়ার ও লুকেশ রাহুল। চার ছক্কার ফুলঝুড়ি সাজিয়েছিলেন এই দুই ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে ১২৮ বলে ২০৮ রান করেন তারা।

৮৪ বলে সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার। অন্যদিকে লুকেশ রাহুলের ব্যাট ছুটেছে ভারতকে ৪০০ রানের দিকে নিয়ে যেতে। শ্রেয়াস আয়ারের চেয়ে ২২ বল কম খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৬২ বলে সেঞ্চুরি করেন আয়ার। ভারত শেষ ১০ ওভারে করেছে ১২৬ রান। এর ফলে রানের পাহাড়ে উঠে যায় স্বাগতিকরা। লুকেল রাহুলের ১০২ রানের আউটে ভারত চতুর্থ উইকেট হারায় ৪৯ ওভার ৫ বলে। মাত্র ৬৪ বলে এই রান সংগ্রহ করেন রাহুল। অন্যদিকে ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস আয়ার।

ভারতের ৪১০ রান দেখে শুরুতেই ঘাবড়ে যায় নেদারল্যান্ডস। দলীয় ৫ রানে প্রথম, ৬৬ রানে দ্বিতীয় ও ৭২ রানে তৃতীয় উইকেট হারায় তারা। এই বিপদের মধ্যেই পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টায় ছিলেন সাইব্র্র্যান্ড অ্যাঙ্গলব্রেখট ও তেজা নিদামানুরু। ৪৫ রানে আউট হয়েছেন অ্যাঙ্গলব্রেখট।

তবে দলকে আড়াইশ রানে নিয়ে তবেই শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন নিদামানুরু। ৫৪ রান করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ ওভার ৫ বলে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ভারতের বুমরাহ, সিরাজ, কুলদ্বীপ ও জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট।

Exit mobile version