ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান। আর এই ম্যাচকে ঘিরেই আয়োজন আর জল্পনা-কল্পনা কোনকিছুরই যেনো শেষ নেই। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, হাইভোল্টেজ ম্যাচের আগে আহমেদাবাদে হতে চলেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে রীতিমতো বসছে তারার মেলা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শচিন টেন্ডলকার, অরিজিৎ সিং সবাই উপস্থিত থাকছেন এই আয়োজনে।
সব প্রস্তুতি থাকলেও ঠিক আগ মুহূর্তে বাতিল হয়েছে বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান। এরপর থেকে শোনা যাচ্ছিল ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান হতে পারে। সেই গুঞ্জনই সত্যি হলো। ম্যাচ শুরুর আগে স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। গেলো বছরে আইপিএলের পর এবার বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। জমকালো এই আয়োজনে উপস্থিত থাকছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, দক্ষিণী সুপারস্টার রজনী কান্ত, মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
এর আগে ভারত-পাকিস্তানের বেশিরভাগ ম্যাচ স্টেডিয়ামে থেকে উপভোগ করেছেন ক্রিকেট প্রেমী অমিতাভ বচ্চন। এরমধ্যে ২০১৬ সালে ভারত-পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ অন্যতম। এছাড়া অনেক হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়েছেন রজনীকান্তও।
ভারত-পাকিস্তান মহাদ্বৈরথে নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ১১ হাজার পুলিশকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে এ সংখ্যা প্রায় ১৫ হাজার। মুম্বাই পুলিশকে ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের নাম করে হুমকি মেইল পাওয়ার পর নড়েচড়ে বসেছে সবাই। এরই রেশ ধরে ম্যাচের দিন আইজি, ডিআইজিসহ চারজন সিনিয়র আইপিএস অফিসার এবং ২১ জন ডিসিপি অফিসার সবকিছু তদারকি করবেন এবং নিরাপত্তারক্ষীদের যাবতীয় নির্দেশনা প্রদান করবেন।
এবারের বিশ্বকাপ শুরুর পর গ্যালারি খালি থাকলেও ভিন্ন চিত্র দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচে। নির্ধারিত টিকিট ছাড়ার পরও ১৪ হাজার বাড়তি টিকিট ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১ লাখ ৩০ হাজারের বেশি। এই টিকিট বিশ্বকাপ শুরুর আগে গেলো আগস্টেই শেষ হয়ে গেছিল। এরপর আরো ১৪ হাজার বাড়তি টিকিট ছাড়া হয়েছে। এই ম্যাচকে ঘিরেই বিশিষ্ট ব্যক্তিদের গোল্ডেন টিকিটও দেওয়া হয়েছে।