ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মুজিব

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছে আফগানিস্তান। দলটির হয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মুজিব উর রহমান। সেই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের জন্য।

গত ১১ অক্টোবর দিল্লিতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে, আফগানিস্তানের ভূমিকম্পের খবর পান রশিদ-মুজিবরা। দেশবাসীর জন্য শোক জানিয়ে কালো ব্যাচ পরে খেলতে নেমেছিলেন তারা। ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৮ উইকেটে হেরেছিলো হাশমতুল্লাহ শহিদির দল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে সব বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় দলটা। দেশের মানুষকে আনন্দ উদযাপনের দারুণ একটা উপলক্ষ্য এনে দেয়ার পর এবার নিজের ব্যক্তিগত পুরস্কারটা তারদের জন্য উৎসর্গ করলেন মুজিব।

১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুজিব। আর এই পুরস্কার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের উৎসর্গ করেছেন তিনি। ম্যাচসেরা পুরস্কার নিতে এসে মুজিব বলেন, ‘এই ট্রফিটা আমি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের প্রতি উৎসর্গ করছি। এটি এমন কিছু যা আমরা দল হিসেবেও করতে পারি। আমি একজন খেলোয়াড় হিসেবে করলাম।’ মুজিব আরো বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আমাদের জন্য গর্বের মুহূর্ত। আমরা কঠোর পরিশ্রম করেছি যা দারুণ পারফরমেন্স দিয়েছে।’

রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দেয় আফগানিস্তান। কিন্তু ইংলিশরা ৫৭ বল হাতে থাকতে অলআউট হয়েছে ২১৫ রানে। এবারের বিশ্বকাপে সব একপেশে লড়াইকে পাশ কাটিয়ে জয় ছিনিয়ে নিলো আফগানিস্তান।

উল্লেখ্য রোববার সকালেও আফগানিস্তানের হেরাত প্রদেশে আঘাত হানে ভূমিকম্প। গত এক সপ্তাহে একই অঞ্চলে এটি বড় আকারের তৃতীয় ভূমিকম্পের ঘটনা। গেলো ৭ অক্টোবর ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পরেরটি হয়েছিলো ১১ অক্টোবর।

Exit mobile version