মাঠে রিজওয়ানের নামাজ আদায় করায় আইসিসি’র কাছে ভারতীয় আইনজীবীর অভিযোগ

ম্যাচ চলাকালীন সময়ে মাঠে নামাজ ও সিজদাহ করার জন্য পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আইসিসির কাছে শাস্তি দাবি করেছে ভারতীয় আলোচিত আইনজীবী বিনীত জিন্দাল।

চলতি বিশ্বকাপে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচের মধ্যবর্তী সময়ে মাঠে নামাজ আদায় করেন মোহাম্মদ রিজওয়ান। এই নিয়ে আইসিসির চেয়ারম্যানকে অভিযোগপত্র লিখেছেন বিনীত জিন্দাল।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পাঠানো অভিযোগপত্রে জিন্দাল লিখেছেন, ‘এই অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে, যিনি চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার দলের প্রথম ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন। মাঠে রিজওয়ানের নামাজ পড়াকে অনেক ভারতীয় নাগরিকের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার চেতনাবিরোধী।’

যদিও বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা রিজওয়ানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আইসিসিও এর পাল্টা কোন মন্তব্য করেনি।

এই আইনজীবী এর আগেও পাকিস্তানী উপস্থাপক জয়নাব আব্বাসের বিরুদ্ধে ‘হিন্দু-বিরোধী’বক্তব্যের জন্য অভিযোগ দায়ের করেছিলেন।

Exit mobile version