মুম্বাই ও দিল্লিতে কোন আতশবাজি নয়

২০১৬ সালে ‘তিন মোড়ল প্রথা’ বিলুপ্ত হলেও বৈশ্বিক ক্রিকেটে প্রধান মোড়লের ভূমিকাটা এখন ভারত পালন করছে। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মতো মেগা আসর এককভাবে আয়োজন করছে তাঁরা। ভারতের বিভিন্ন শহরের মোট দশটি ভেন্যুতে চলছে বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজন। ম্যাচের শুরু,মাঝামাঝি কিংবা শেষে প্রায়ই আতশবাজি ফাটানো হচ্ছে। মূলত বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টকে আকর্ষণীয় করতেই এই উদ্যোগ নেয়া হয়েছিলো। তবে এইবার তা নিয়ে কঠোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে সেই ম্যাচটিতে কোনো প্রকার আলোক প্রদর্শনী দেখা যাবে না। তবে শুধু বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিতেই নয়, আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটিতেও কোনো আলোক প্রদর্শনী দেখতে পারবে না দর্শকরা। ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই মনে করছে, আলোক প্রদর্শনীতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে।

মূলত মুম্বাইয়ের হাইকোর্ট শহরের বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেয়ার পরেই আলোক প্রদর্শনীর ব্যবস্থা না রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সংস্থাটির সেক্রেটারি জয় শাহ ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস‘ কে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

জয় শাহ এই নিয়ে তাঁর সাক্ষাৎকারে বলেছেন, ‘আইসিসিতে ব্যাপারটি আমি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম। মুম্বাই ও দিল্লিতে কোনো আলোক প্রদর্শনী হবে না। এতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে। পরিবেশগত ব্যাপার নিয়ে লড়াইয়ে বোর্ড সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ। ‘

Exit mobile version