ম্যাচের আগে সংবাদ সম্মেলন অধিনায়ক সাাংবাদিকদের মুখোমুখি হবেন এটাই স্বাভাবিক। কোনো কারণে অধিনায়ক না আসতে পারলে সহ-অধিনায়ক বা সহ খেলোয়াড় আসবেন। কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বা সহ-অধিনায়ক নন কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত।
কালো চশমা চোখে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন হাথুরুসিংহে। সেখানে তিনি বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়েছেন। পরিস্কার করে জানিয়েছেন, সেমিফাইনাল খেলতে হলে অন্তত পাঁচটি ম্যাচ জিততে হবে।
প্রথম ম্যাচের একাদশ নিয়ে স্পষ্ট করেননি। তবে তিনি জানিয়েছেন, উইকেট দেখার পর ঠিক করা হবে।
বাংলাদেশ ক্রিকেট দলের সংবাদ সম্মেলন হবে, আর সেখানে তামিম ইকবাল নিয়ে প্রশ্ন হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। তামিম সম্পর্কে প্রশ্ন এসেছে। তিনি এটাকে অদ্ভূত বলেছেন। একই সঙ্গে প্রশ্নকারীর উদ্দেশে বলেছেন, আপনি এমন একজন সম্পর্কে প্রশ্ন করেছেন যিনি এখানে নেই।
হাথুরুসিংহে হোক আর সাকিব আল হাসান, সংবাদ সম্মেলনে যিনি আসবেন তাকে অবশ্যই তামিম ইকবাল বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে- এটাই স্বাভাবিক। আর সে কারণেই হয়তো সাকিব সংবাদ সম্মেলনে আসেন নি। দুইজনের মধ্যে দ্বন্দ্বের কথা সবার জানা। বিশ্বকাপের আগের দিন এই সব প্রশ্নের মুখোমুখি হতে চাননি বাংলাদেশের অধিনায়ক। বিশেষ করে দলের আরেকজন সিনিয়র খেলোয়াড় হিসেবে যেভাবে তামিম ইকবালের ব্যাপারে নিজের মতামত দিয়েছেন সেটাকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন অনেকেই। হয়তো সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসবে এমনটা ধরে নিয়েই সাকিব সংবাদ সম্মেলনে আসেন নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















