ম্যাথিউজের টাইম আউট; ডোনাল্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে না বিসিবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউটের ঘটনায় ক্রিকেট বিশ্ব উত্তাল। টাইম আউটের দাবি করা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে জোরালোভাবে। আবার তার সিদ্ধান্ত সঠিক ছিল তার পক্ষে মত দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ অ্যানাল্ড ডোনাল্ড। তার এমন কীর্তিতে ব্রিবত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কোচের বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বোর্ড।

দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও ডোনাল্ডের এমন মন্তব্য অবশ্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শাস্তিমূলত ব্যবস্থা না নেওয়ার অন্যতম কারণ ডোনাল্ডের সঙ্গে বোর্ডের চুক্তি। দুই পক্ষের চুক্তি অনুসারে বিশ্বকাপ শেষেই ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক শেষ হয়ে যাবে।

এ ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ডোনাল্ড তার এই ব্যক্তিগত মত পরে প্রকাশ করতে পারতেন। তিনি দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সুতরাং তিনি যখন জনসম্মুখে সমালোচনা করবেন তখন তা আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তিনি এটা দলের সঙ্গে আলোচনায় বা সরাসরি খেলোয়াড়দের বলতে পারতেন। তিনি বোর্ডকে জানাতে পারতেন, কিন্তু জনসম্মুখে এটা বলা উচিত হয়নি।’

ডোনাল্ডের সঙ্গে বিশ্বকাপ শেষেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার বিপক্ষে বোর্ড কোনো ব্যবস্থা নেবে না। বাংলাদেশের সঙ্গে আর না থাকার বিষয়টি ডোনাল্ড অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারকে ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিয়োগ দেওয়া হয়েছিল।

ডোনাল্ডের পাশাপাশি বিশ্বকাপ শেষ হতেই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিক্যাল পারফরম্যান্স হেড নিক লি ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেকারণের চুক্তিও শেষ হয়ে যাবে।

এদিকে অবশ্য ক্রিকেট বোর্ড কয়েকজন কোচকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত কাজ করার জন্য চিঠি দিয়েছে। তবে এ তালিকায় কে কে আছেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

বাংলাদেশের এ মাসেই নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্টে সিরিজ খেলবে। আগামী ২৮ নভেম্বর এ সিরিজ শুরু হবে। শেষ হবে ডিসেম্বরের ১০ তারিখ। এরপর বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাবে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ১৭ ডিসেম্বর এ সফর শুরু হবে, শেষ ৩১ ডিসেম্বর। 

Exit mobile version