দুঃসময় যেন পিছু ছাড়ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। একের পর এক ম্যাচ হেরে চলেছে তারা। এবার শ্রীলংকার কাছে হারলো ইংল্যান্ড। তাও খুব বাজেভাবে। শ্রীলংকা ম্যাচ জিতেছে ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৪৬ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় শ্রীলংকা।
ব্যাঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং নিয়ে উদ্বোধনী জুটি একেবারে খারাপ করেনি। ৪৫ রান আসে উদ্বোধনী জুটি থেকে। এরপর বিপর্যয়ের শুরু ইংল্যান্ডের। যা রূপ নেয় চরম ব্যাটিং বিপর্যয়ে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ১০০ রান করার আগেই ৫ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ইনিংসের হাল ধরতে পারেন নি কোন ব্যাটারাই। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান বেন স্টোকসের। দুই উদ্বোধনী ব্যাটার জনি বেয়াস্টো ৩০ ও ডেভিড মালান ২৮ রান করেন। ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। লঙ্কান বোলার লাহিরু কুমারা ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
ছোট টার্গেটে পৌছাতে শুরুতে চাপে পড়লেও সহজেই জয় পেয়েছে শ্রীলংকা। দলীয় ৯ রানে কুশল পেরেরা ও ২৩ রানে কুশল মেন্ডিস আউট হয়েছেন। এরপর সাবলীল ব্যাট চালিয়ে গেছেন উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাভিক্রমা। ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন নিসাঙ্কা। আর ৫৪ বলে অপরাজিত ৬৫ রান করেন সামারাভিক্রমা। ২৫ ওভার ৪ বলে ২ উইকেটে ১৬০ রান করে জয় তুলে নেয় শ্রীলংকা। পাঁচ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো শ্রীলংকা। আর পাঁচ ম্যাচের চারটিতেই হেরে নবম স্থানে এখন ইংল্যান্ড।