বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড দলপতি টম লাথাম। দুই দলই খেলতে নেমেছে একটি করে পরিবর্তন নিয়ে। দক্ষিণ আফ্রিকার দল থেকে বাদ পড়েছেন তাবরাইজ শামসি। তাঁর পরিবর্তে দলে ফিরেছেন কাগিসো রাবাদা। নিউজিল্যান্ড দলে লোকি ফার্গুসনের পরিবর্তে একাদশে এসেছেন টিম সাউদি।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।