শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যক্তিগত রানটা সমৃদ্ধ করতে পারেননি ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার আগে মাত্র ৪১ রান করেছেন। খেলেছেন ৫২ রান। ছোট্ট এই ইনিংস খেলার পথে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান এ ব্যাটার। সবচেয়ে কম ইনিংস খেলে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন ওয়ার্নার। এতে করে বিশ্বকাপের আরও একটা রেকর্ড হাতছাড়া হলো শচীন টেন্ডুলকারের।

আজ রোববার ভারতের বিপক্ষে এ কীর্তি গড়েছেন ওয়ার্নার। অথচ এ বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় ছিল। সেই ওয়ার্নার প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন। বিশ্বকাপে এই মাইলফলকে পৌঁছাতে ওয়ার্নার মাত্র ১৯ ইনিংস খেলেছেন। আগের এই কীর্তি ছিল শচীন টেন্ডুলকারের। ২০ ইনিংসে তিনি এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

তবে ২০ ইনিংসে এক হাজার রান করার কীর্তি শুধু শচীনের একার ছিল না। সমান ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২১ ইনিংস খেলে বিশ্বকাপে এক হাজার রান রয়েছে দুইজনের। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।

Exit mobile version