৫ নভেম্বর। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন। এই কিংবদন্তী ভারতীয় ব্যাটারকে শুভেচ্ছা জানিয়ে প্লাবিত হয়েছে পুরো সোশ্যাল মিডিয়া।
৩৫তম জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কোহলি। তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, মমতা ব্যানার্জীরা। বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও। বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ভারতের মাটিতে চলমান আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ব্যাট হাতে প্রচুর রান করেছেন “কিং কোহলি” । এই বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ৪৪২ রান করেছেন তিনি। এর মধ্যে একটি শতক এবং চারটি অর্ধশতক রয়েছে।
বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বিরাটকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছিলো ইংল্যান্ড। তাঁর জবাব শ্রীলঙ্কাকে দিয়েছেন বিরাট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে আশা করেছিলো, শচীনের মাঠেই হয়তো শতরানের নজির ছুঁয়ে ফেলবেন কোহলি। সেদিন হয়নি। সেই আশা এবার কলকাতার। ইডেন কি আজই দেখবে কোহলির ৪৯তম শতরান? আর কিছুক্ষণ পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। তাঁর জন্মদিনেই তাঁর কাছ থেকে অন্যতম একটা সেঞ্চুরি দেখার আশায় থাকবে পুরো ক্রিকেট বিশ্ব।
ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আজ কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারলে টেবিল টপার হিসেবে লিগ পর্ব শেষ করবে তাঁরা।