শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি

বোর্ডের ওপর সরকারী হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটেকে আইসিসি বোর্ড নিষিদ্ধ করেছে। আইসিসি প্রেরিত ইমেইলে বলা হয়েছে, ‘আইসিসি বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সদস্য দেশ হিসেবে যে ধরনের শর্ত পালন করা প্রয়োজন তা পালনে শ্রীলঙ্কা ক্রিকেট, এসএলসি মারত্নকভাবেন ব্যর্থ হয়েছে। বোর্ডের ওপর সরকারী হস্তক্ষেপ করা হয়েছে। যা আইসিসি’র কোন সদস্য দেশ করতে পারে না।

আইসিসি বোর্ড নিষেধাজ্ঞার শর্তগুলো নির্ধারিত সময়ে জানিয়ে দিবে বলেও ইমেইল বার্তায় বলা হয়েছে।

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ভরাডুবির কারণে এসএলসি হিসেবে পরিচিত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সব সদস্যকে ৬ নভেম্বর বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। নতুন বোর্ড গঠনের পাশাপাশি সাত সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করা হয়। যার প্রধান করা হয় ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। এই ব্যাপারে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

কিন্তু দেশটির সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে পরদিনই ওই বিজ্ঞাপনের ওপর ১৪ দিনের নিষেধাজ্ঞা করেন। কিন্তু এর দুইদিন পরই দেশটির সরকার ও বিরোধী দল সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাশ করে।

বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভরাডুবির কারণে এসএলসির কর্তারা দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়েন। এর রেশ ধরে মোহন ডি সিলভা বোর্ড সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান। এর পরই বোর্ডের সবাইকে পদত্যাগে বাধ্য করান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে।

এর আগে একই কারণে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিলো আইসিসি। ফলে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশ নেয়া হয়নি।

শ্রীলঙ্কার ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘটনা নতুন নয়। চলতি বছরের ২২ জানুয়ারি ফুটবল ফেডারেশনের নির্বাচনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা দেশটির সদস্যপদ স্থগিত করে।

Exit mobile version