ভারতে হতাশাজনক বিশ্বকাপ অভিযানের পর নিজেদের ক্রিকেট গভর্নিং বডির বোর্ডকে বরখাস্ত করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে তাঁরা একটি অন্তর্বর্তী কমিটি গঠন করেছে। সেই অন্তর্বর্তী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
ভারতে চলমান বিশ্বকাপের সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে তাঁরা। বৃহস্পতিবার স্বাগতিক ভারতের কাছে ৩০২ রানে হেরে ক্ষুব্ধ ভক্তদের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ বলে অভিহিত করে বলেছেন, “বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিৎ” ।
শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব, বোর্ডের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা মোহন ডি সিলভা শনিবার তাঁর সদর দফতরের সামনে ভক্তদের বিক্ষোভের কারণে পদত্যাগ করেছেন। সোমবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাকি বোর্ড সদস্যদের বরখাস্ত করা হয়েছে। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার সভাপতিত্বে একটি অন্তর্বর্তী কমিটি তাঁদের স্থলাভিষিক্ত করেছেন। সাত সদস্যের সেই কমিটিতে রানাতুঙ্গার সাথে যোগ দিবেন শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত দুই বিচারপতি।
আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা।