গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে আঙুলে চোট পান বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আজ এক্সরে রিপোর্ট থেকে জানা যায় আঙুলে ফাটল ধরেছে ক্রিকেট বিশ্বের এই এক নাম্বার অলরাউন্ডারের। তাঁর বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন ৪৫টি ওয়ানডে ক্রিকেট খেলা বিজয়।
এর আগে দুপুরে বিসিবি থেকে জানানো হয়, “বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান গতকাল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে তাঁর বাম তর্জনীতে চোট পেয়েছেন। ম্যাচ শেষে এক্সরে করা হলে জানা যায় আঙুলে ফাটল ধরেছে তাঁর, যেকারণে পুনেতে আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল থেকে ছিটকে গিয়েছেন তিনি।”