বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া লড়াই নিয়ে আগ্রহের কমতি ছিল না। গতকাল এ লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক ভারত। ম্যাচের পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ম্যাচে ভারতের জয় ও অস্ট্রেলিয়ার হার সম্পর্কে কথা বলেছেন। ফিঞ্চের আলাপচারিতে পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘এটা চমৎকার এক লড়াই ছিল। তবে আমরা যতটা আশা করছিলাম রান তার থেকে কম হয়েছে। কন্ডিশন এখানে বড় ভূমিকা পালন করেছে। ম্যাচের আগে আমি রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলছিলাম। সে শিশির পড়তে পারে বলে এমনটা প্রত্যাশা করেনি। যখন শিশির পড়েছে তখন সে বিষ্মিত হয়েছে।
এমন ধরণের পিচে জাদেজা, কুলদ্বীপ ও অশ্বিন যে ধরণের বোলিং করতে চায় তা করতে দেওয়া উচিত নয়। তারা অত্যন্ত দক্ষ এবং তাদের বোলিং নিখুঁত। জাদেজা তার এমন বোলিং দিয়ে অস্ট্রেলিয়াকে অনেকবার বিপদে ফেলেছে।
ভারত বল কেমন করেছে সেটা যেমন দেখতে হবে তেমনি দেখতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটিং কেমন ছিল। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে আক্রমণাত্মক মনোভাবের অভাব ছিল। আমার মনে হয় যেভাবে ব্যাটিং করে করেছে এতে তারা হতাশ। আসলে তারা ভারতের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি। তাদের আরো একটু বেশি সামনের পায়ে খেলা উচিত ছিল। পাশাপাশি কিছু ঝুঁকিপূর্ণ শটও নেওয়া উচিত ছিল।
স্কোরবোর্ডে রান কম থাকলেও ভারত শুরুতে যে বিপদে পড়েছিল তাতে করে সবকিছুই সম্ভব ছিল। যখন বিরাট কোহলি ১২ রানের সময় ক্যাচ তুলেছিল তখন স্টেডিয়াম নিরব হয়ে গিয়েছিল। একই সঙ্গে যেভাবে গ্যালারিতে হতাশাজনক শব্দ হচ্ছিল তাতে করে আমি অবাক হয়েছি। কোথাও আমি এমনটা আগে দেখিনি। যখন বল মাটিতে পড়লো তখন সমর্থদের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে গেল। নিশ্চিতভাবে এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
অস্ট্রেলিয়া বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। যদি তারা কোহলির ক্যাচটা নিতে পারতো তাহলে ম্যাচের চিত্র ভিন্নরকম হতো। সে যেভাবে ব্যাটিং করেছে তা অবিশ্বাস্য। অন্যদিকে লোকেশ রাহুল দূর্দান্ত খেলেছে। তবে অস্টেলিয়া যদি ২৪০ রান করতে পারতো তাহলে প্রথম ১৫ ওভারে ভারত আরো চাপে পড়ে যেতো। তখন আরো সুযোগ তৈরি হতো। ২০০ রান তাড়া করতে গিয়ে ম্যাচ কখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
অ্যাডাম জাম্পা ম্যাচে ভালো বল করতে পারেনি। অন্য সব ম্যাচে যে যেমন করেছে তেমনটা পারেনি। তার ঘাড়ে সমস্যা, কাঁধেও সমস্যা রয়েছে। ফলে নিজের সেরাটা দিতে পারেনি।
ভারত সত্যিকারভাবে একটা ভালো দল পেয়েছে। তিনজন দুর্দান্ত স্পিনার, তিনজন ভালো পেসার। হৃদিক পাণ্ডেও ভালো করছে। এমন অবস্থায় তাদের হারানো কঠিন হবে।