হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

ভারতে চলছে বিশ্বকাপের ১৩তম আসর। গতকাল নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই আজ সকাল দশটায় ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল নয়টায় দেশে পৌছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর দেশের মাটিতে পা রাখেন তাঁরা।

দলের সব ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা দেশে ফিরলেও আসেননি বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফ। হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে কোচিং স্টাফের একমাত্র সদস্য হিসেবে খেলোয়ারদের সাথে এসেছেন।

শুরুতে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ শেষ করে রাতেই ঢাকার বিমান ধরার কথা ছিলো মুশফিক-রিয়াদদের। টিম ম্যানেজমেন্ট জানিয়েছিলো আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবে পরবর্তীতে জানানো হয় যে সকালে দেশের ফ্লাইট ধরবেন ক্রিকেটাররা।

ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা যাবেন নিজ নিজ দেশে। অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ। উড়াল দিবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ দলের সাথে থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও। তাই নিজ দেশ ভারতেই থেকে যাবেন তিনি। ভারত থেকে শ্রীলঙ্কা গেছেন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

২৭ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এর আগে কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে ক্যাম্পে যোগ দিবেন তাঁরা। টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। প্রথম টেস্ট সিলেটে এবং শেষ টেস্ট মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Exit mobile version