‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া মোহাম্মদ শামি পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের নিজের কথা দ্বারা আক্রমণ করেছেন। বল পরিবর্তন করা নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজার উদ্ভট দাবি শুনে তাঁদের শুধরাতে বলেছেন ভারতীয় এই ক্রিকেটার।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। এবার পাকিস্তানের সাবেক খেলোয়াড় হাসান রাজার এক হাত নিলেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন সময়ে হাসান রাজা দাবি করেছিলেন, ভারত বিশ্বকাপে এককভাবে সুবিধা পাওয়ার জন্য ভিন্ন বল ব্যবহার করেছে। শামির মতে একজন খেলোয়াড় যিনি ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলেছেন তাঁর কাছ থেকে যে এমন হাস্যকর দাবি আসতে পারে তা বিশ্বাস করা কঠিন।

পাকিস্তানের একটি টেলিভিশন শোতে সাবেক পাকিস্তানী ক্রিকেটার হাসান রাজা দাবি করেন যে, ভারত যাতে অন্য দলগুলোর তুলনায় টুর্নামেন্টের পরিস্থিতি এবং পিচগুলো থেকে বেশি সুবিধা নিতে পারে তাই আইসিসি স্বাগতিকদের আলাদা বলের সেট দিয়েছে।

টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে একাদশে জায়গা পাননি মোহাম্মদ শামি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হার্দিক পান্ডিয়ার ইনজুরির পর দলে জায়গা পাওয়া শামি ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইফার নিয়েছিলেন। এরপরের তিন ম্যাচে চার উইকেট ও পাঁচ উইকেট শিকার করেন ভারতের এই অভিজ্ঞ ফাস্ট বোলার। তিনটি পাঁচ উইকেট সহ সাত ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন এই পেসার। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাত উইকেট শিকার করে ভারতীয় বোলারদের মধ্যে সেরা ওডিআই বোলিং পরিসংখ্যান রেকর্ড গড়েছিলেন শামি।

মোহাম্মদ শামি বলেন যে, পাকিস্তানি ক্রিকেটাররা মনে করে যে তাঁরাই সেরা। তবে তাঁর মতে সেরা খেলোয়াড় তাঁরাই যারা সঠিক সময়ে পারফর্ম করে। এই নিয়ে পাকিস্তানিরা বিতর্ক তৈরী করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি। সবশেষে পাকিস্তানি ক্রিকেটারদের উদ্ভট দাবি শুনে তাঁদের শুধরাতে বলেছেন ভারতীয় এই ক্রিকেটার।

Exit mobile version