৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৭ রান

দিনের শুরুতে টস জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ম্যাচের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের বলে ব্যক্তিগত চার রানে সাজঘরে ফিরেন ওপেনার শুবমান গিল। ৩১ বলে ৪৭ রান করে ম্যাক্সওয়েলের বলে আউট হন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে ভারত।

পাওয়ার প্লের পরের ওভারের দ্বিতীয় বলেই গত দুই ম্যাচে শতক হাঁকানো শ্রেয়াস আইয়ারকে প্যাভিলিয়নে ফেরান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এতে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল মিলে দলকে সামাল দেয়ার চেষ্টা করেন। প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫৪ রানে উইকেট হারান কোহলি। এর আগে চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে নিজের অর্ধশতক পূরন করেন তিনি।

৩৬তম ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজাকে ব্যক্তিগত ৯ রানে ইংলিসের ক্যাচ বানান জস হ্যাজলউড।

লোকেশ রাহুল ১০২ বলে ৬৪* এবং সূর্যকুমার যাদব ১২ বলে ৮* রান করে অপরাজিত আছেন।

Exit mobile version