টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য গড়তে চাইলে দরকার হয় আগ্রাসী ব্যাটিংয়ের। ঠিক সেই জায়গাটিতে উন্নতি আনতেই নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটারদের ছক্কার মার শেখাতে এবার বিদেশি কোচ আনছে তারা-ইংল্যান্ডের পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড।
আগস্টের প্রথম সপ্তাহেই উড যোগ দেবেন বাংলাদেশ শিবিরে। তিন সপ্তাহ কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে, যেখানে মূল লক্ষ্য থাকবে শক্তিশালী শট খেলা, বলকে বাউন্ডারিতে পরিণত করা এবং সঠিক সময় শক্তি প্রয়োগ করার কৌশল শেখানো। ব্যাটিং টেকনিক নয়, এবার প্রশিক্ষণের ফোকাস থাকবে একেবারে ম্যাচ পরিস্থিতিতে বড় শট খেলার সক্ষমতা গড়ার ওপর।
আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। ওই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। এর আগেও বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকে জাতীয় দলের কাজে লাগাতে চায় বিসিবি।
‘আমরা আশা করছি, ক্যাম্প শুরুর আগেই তিনি চলে আসবেন,’ বলেন বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। তার আগেই বিসিবির লক্ষ্য—জোরালো প্রস্তুতি, মানসিক দৃঢ়তা এবং পাওয়ার হিটিং অনুশীলনের মাধ্যমে তৈরি করা এক নতুন রূপের বাংলাদেশ দল। দেশজুড়ে ক্রিকেটভক্তরা তাকিয়ে সেই রূপান্তরের দিকেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














