লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতীয় অধিনায়ক শুবমান গিলের আগ্রাসী আচরণ নিয়ে চলছে বিস্তর আলোচনা। ম্যাচ চলাকালীন কথার লড়াই ও উত্তেজনাকর মনোভাব নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, গিলকে শিখতে হবে আগ্রাসনের জায়গা কোথায়, আর কোথায় সেটি নিয়ন্ত্রণে রাখা দরকার।
সিরিজের তৃতীয় টেস্টে দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। প্রথম ইনিংসে ভারত ও ইংল্যান্ড উভয় দলই করে ৩৮৭ রান। দিনের খেলা শেষের আগে ভারত আরও দুই ওভার বোলিং করতে চাইলেও, জ্যাক ক্রলি ও বেন ডাকেট মাঠে নামতে দেরি করায় শুরু হয় কথা কাটাকাটি। গিল প্রথমে কথা বলেন ক্রলির সঙ্গে, এরপর প্রতিক্রিয়া জানান ডাকেটের দিকেও।
গিলের এমন আচরণে কিছুটা বিস্মিত পন্টিং। তিনি বলেন, “আমি যতটা জানি গিলকে, সাধারণত এমন আচরণ করে না। তাই বিষয়টি একটু অপ্রত্যাশিত লেগেছে আমার কাছে।” তবে গিলের পক্ষে যুক্তিও দেন সাবেক এই কিংবদন্তি, “আমার মনে হয়েছে, এটি একজন নেতার দলকে একতাবদ্ধ রাখার প্রচেষ্টা। সে বোঝাতে চেয়েছে—এই দল এখন তার অধীনে খেলছে এবং কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সেটিও দেখাতে চেয়েছে।”
ইংল্যান্ডে চারবার সফর করেছেন এবং দুবার অধিনায়কত্বও করেছেন পন্টিং। তাই তিনি জানেন, ইংলিশ কন্ডিশনে খেলাটা কতটা চ্যালেঞ্জিং। তিনি বলেন, “ইংল্যান্ডের দর্শকরা খুব আবেগী, কিন্তু প্রতিপক্ষ যখন ভারত বা অস্ট্রেলিয়া, তখন চাপ বেড়ে যায় আরও। মিডিয়াও বাড়তি চাপ তৈরি করে।”
গিলের এই আগ্রাসী নেতৃত্বে পন্টিং খুঁজে পেয়েছেন বিরাট কোহলির ছায়া। তার ভাষায়, “গিল এখন দলকে নিজের মতো করে নেতৃত্ব দিতে চাইছে, যেটা কোহলিও করতেন। রোহিত বরং ছিলেন অনেক শান্ত প্রকৃতির, তিনি প্রতিপক্ষের সঙ্গে খুব একটা জড়াতেন না, বরং নিজের দলের ভেতরেই মনোযোগ রাখতেন।”
পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আজ (২৩ জুলাই) ম্যানচেস্টারে মাঠে গড়াবে সিরিজের চতুর্থ টেস্ট। ভারত চাইবে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে অন্যদিকে ইংল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














