আজকে কি ঘুরে দাঁড়াতে পারবে নেদারল্যান্ডস?

প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামবে লিটন দাসের দল। জয় পেলে সিরিজ আগেভাগেই নিজেদের করে নেবে টাইগাররা। আর রায়ান কুকের শিষ্যদের জন্য ম্যাচটি বাঁচা–মরার, টিকে থাকতে হলে জিততেই হবে।

ডাচদের অলরাউন্ডার নোয়া ক্রোস সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। বিশ্বাস করি বাকি দুই ম্যাচে ভালো খেলতে পারব এবং ২-১ ব্যবধানে সিরিজ জিতব। বাংলাদেশের বোলিং আক্রমণ সত্যিই উচ্চমানের, কিন্তু এর বিপক্ষেই আমরা লড়াই করতে চাই।”

অন্যদিকে বাংলাদেশ শিবিরেও একাদশ নিয়ে বাড়ছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন জানিয়েছেন, “আগে হয়তো শুধু দলে টিকে থাকার জন্য খেলা হতো, এখন সবাই পারফর্ম করার জন্য খেলছে। এতে দলের মান বাড়ছে। কেউ খারাপ করল বলে অন্যজন সুযোগ পাচ্ছে না, বরং যারা সুযোগ পাচ্ছে তারা পারফর্ম করছে—এটাই দলের জন্য সবচেয়ে ইতিবাচক।”

সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের কামব্যাক—তার জবাব মিলবে আজ সন্ধ্যাতেই।

প্রথম ম্যাচে আগে বোলিং করে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার কি আগে ব্যাট করে ভিন্ন কৌশল দেখা যাবে? এ প্রশ্নে সালাউদ্দিন বলেছেন, “এটা এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে জেতার জন্য যা দরকার, সেটাই করব।”

Exit mobile version