স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের দুঃখ ভুলতে না ভুলতেই এবার টি-২০ সিরিজে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তবে ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে কোথায় পিছিয়ে ছিল বাংলাদেশ! তার কারণ খুঁজে পাচ্ছে না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বুধবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে গগণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিপু বলেন, ‘শ্রীলঙ্কার পেসাররা যা করতে পেরেছে, আমাদের পেসাররা তা পারেনি। তারা মাঝে ব্রেকথ্রু দিতে পারেনি। আবার শ্রীলঙ্কা ব্যাটিংটাকে ডিপে নিয়ে যেতে পেরেছে। সেখানেও তারা আমাদের ছাড়িয়ে গেছে।’
তবে দলের ব্যাটিংয়ে অভিজ্ঞতার অভাব দেখছেন লিপু। তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। তাদের দুজন অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সে জায়গায় আমরা পিছিয়ে গেছি। অভিজ্ঞরা চলে যাওয়ার পর আমাদের দলে একটা শূন্যতা তৈরি হয়েছে। এটা পূরণ হতে একটু সময় লাগবে।’
এছাড়া প্রধান নির্বাচক বলেন,‘আমাদের হাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো খেলোয়াড়ের সংকট আছে। ৩০ জন খেলোয়াড়কে ঘিরেই আবর্তিত হচ্ছে সবকিছু। তবে আশা করি ‘এ’ দল, এইচপি থেকে খেলোয়াড় উঠে আসবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















