চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা ও স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আগামীকাল (শনিবার) রাতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরা।
আজ সেমিফাইনালে সরাসরি ৬-৩ ও ৭-৬ সেটে যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে পরাজিত করেন বিশ্বের দুই নম্বর নারী খেলোয়ার ও দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। সেমিতে মার্কিন বিলিয়নিয়ার বেন নাভারোর কন্যাকে হারানোর পর ফাইনালে তাঁর সামনে মার্কিন ধনকুবের টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলা ।
এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। এর আগে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, ২০১৯ সালে। অন্যদিকে এই প্রথম ইউএস ওপেন টেনিসের ফাইনালে উঠেলেন ৩০ বছর বয়সী পেগুলা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















