বুলবুলের প্রথম বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নিল বিসিবি

ফারুক আহমেদ বিদায়ের এক দিন পরেই নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। যে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান।

বোর্ড সভা নিয়ে ডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার বলেন,‘খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, যে কারণে প্রায় সাড়ে ৪ ঘণ্টা লেগে গেল। প্রথমেই নিজের যত অভিজ্ঞতা আছে, সেসবের আলোকে আমাদের প্রেসিডেন্ট নিজে একটা প্রেজেন্টেশন দিয়েছেন। তার প্রেজেন্টেশন থেকে আমরা ৪টা প্রোগ্রাম এরই মধ্যে শুরু করে দিয়েছি।’

এছাড়া পাইলট প্রজেক্ট নিয়ে তিনি বলেন,‘প্রটেক্ট দা স্পিরিট অব দা গেম, হাই পারফরম্যান্স ফর এভ্রিওয়ান, কানেক্ট এন্ড গ্রো এবং ট্রান্সপারেসি এন্ড গুড গভার্নেন্স ইন অল এরিয়া। ক্রিকেট বোর্ডের যে কোনো বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা পূর্ণ চেষ্টা করছি।’

পাইলট প্রজেক্ট কী প্রক্রিয়ায় সম্পন্ন হবে এমন প্রশ্নে তিনি বলেন,‘অনেক দিন ধরে ঢাকা থেকে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা বলছি আমরা। তাই উত্তরবঙ্গে রাজশাহী এবং ঢাকা-চট্টগ্রামে পাইলট প্রজেক্ট অবিলম্বে শুরু করে দেব আমরা। সেখানে ক্রিকেট বোর্ডের অফিস করে বিকেন্দ্রীকরণের কাজটা করা হবে।’

আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে বলেন,‘আমরা এটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। কারণ এতে আমাদের অভিজ্ঞতা কম। এখন আমরা অবিলম্বে বিকেন্দ্রীকরণ করে দুটি অংশ দুজন পরিচালককে দিচ্ছি। আমরা যে বলি না, মিনি বিসিবি? ওরকম মিনি বিসিবিই হবে ওসব জায়গায়। এখন ঢাকা থেকেই সারা দেশের স্কুল ক্রিকেট নিয়ন্ত্রণ করা হয়। এটা আসলে শুধু জাতীয় পর্যায়ে আসার পর বিসিবির দেখা উচিত।’

সবশেষ আসরের টিকেট বিক্রি থেকে ১৩ কোটি টাকার বেশি আয় করেছে বিসিবি। তবে সেই তথ্যে কিছুটা ফাঁকফোকর ছিল বললেন ইফতেখার। তিনি বলেন,‘টিকেট বিক্রি থেকে ১২ কোটি ৩৪ লাখ ৯০০ টাকা রাজস্ব এসেছে। টিকেট বিক্রির কাজে সার্বিক ব্যবস্থাপনা এবং বিপিএলে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে রাজস্ব শেয়ারিংয়ের খরচ বাদ দিয়ে আমাদের টিকেট বিক্রি থেকে নেট লাভ এসেছে ৩ কোটি ৩৫ লাখ টাকা।’

এবারের বিপিএল কি অলাভজনক ছিল বিসিবির? এমন প্রশ্নে ইফতেখার বলেন,‘যদি পাওনা টাকাগুলো না পাই, তাহলে অবশ্যই অলাভজনক ছিল। আবার বলছি, যদি টাকা না পাই। যে টাকাটা পাওনা আছে, সেগুলো আমরা চাইব তাদের কাছে। সেটা পাওয়ার পরে আবার… হিসেবটা হচ্ছে, সব টাকা পেলে ৭৫ লাখ টাকা লাভ হবে আমাদের।’

Exit mobile version