হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টে এক বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল ছুঁড়ে ফেলার ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন তিনি।
ঘটনা শুরু হয় ম্যাচের তৃতীয় দিনে, যখন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ৬১ ওভারের মাথায় বল বদলের অনুরোধ জানান। আম্পায়ার ক্রিস গাফানির কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে, পরে পান্ত যান অপর আম্পায়ার পল রাইফেলের কাছে। সেখানেও বল বদলের অনুরোধ খারিজ হলে, রাগে বল ছুঁড়ে দেন পান্ত। রাইফেলের মুখভঙ্গি থেকেই বোঝা যাচ্ছিল, ঘটনাটি আম্পায়ারের কাছে গ্রহণযোগ্য ছিল না।
আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে তা লেভেল ১ অথবা লেভেল ২ অপরাধ হিসেবে গণ্য হয়। যদি পান্তের কর্মকাণ্ড লেভেল ২ অপরাধ হিসেবে বিবেচিত হয়, তবে তিনি এক টেস্ট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এবং ম্যাচ ফির শতভাগ কেটে নেওয়া হতে পারে।
তবে পান্তের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ম্যাচ রেফারির রিপোর্টের ওপর। এখনও আইসিসি বা আম্পায়ারদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। উল্লেখ্য, এই ম্যাচে ভারতের প্রথম ইনিংসের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ৪৬৫ রানে, ফলে ভারত পেয়েছে ৬ রানের ক্ষীণ লিড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















