সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ১৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তোলে লিটনের দল।
এদিন প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া ইমন শুরুতেই ছক্কার আশায় শূন্য রানে বিদায় নেন। এরপর লিটন ১৪, হৃদয় শূন্য, ও শেখ মাহেদী ২ রান করে বিদায় নেন। ৬ ওভারে শেষে দলীয় ৫৭ রানে চার উইকেট হারায় তারা। এরপর ওপেনার তানজিদ তামিম ১৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৪০ রান করে বিদায় নেন।
এরপর দলীয় ৮৪ রানে ৮ উইকেট হারায় তারা। তবে দলের বিপদে একাই লড়াই করেন জাকের আলী। উইকেট কিপার এই ব্যাটার ৩৪ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ৪১ রান করে বিদায় নেন।
তবে শেষ জুটিতে হাসান মাহমদু ও শরিফুল দারুণ ব্যাটিং উপহার দেন। হাসান ১৫ বলে তিন ছক্কায় ২৬ ও শরিফুল ইসলাম ৭ বলে একটি করে চার ও ছক্তায় ১৬ রান করে অপরাজিত থাকেন। বল হাতে আরব আমিরাতের পক্ষে হায়দার আলী মাত্র ৪ ওভারে ৭ রান দিয়ে একাই নেন তিন উইকেট।
এর আগে শারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। এ ম্যাচে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। গত ম্যাচে শেষ সময়ের নাটকীয়তায় জিতে আরব আমিরাত ১–১ সমতায় ফিরে। ফলে সিরিজ নিশ্চিতে আজ জয়ের বিকল্প নেই লিটন-শান্তদের সামনে।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (ক্যাপ), তৌহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ।
আরব আমিরাতের একাদশ : মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আসিফ খান, আলিসান শারাফু, সগীর খান, ইথান ডি’সুজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ খান ও আকিফ রাজা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















