আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। তবে তার আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা রোববার বিকেলে চারটায় মিরপুরে দল ঘোষণা করবে গাজী আফরাফ হোসেন লিপুর নির্বাচক কমেটি। পাকিস্তানে যাবার আগে আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
আগামী ১৭ ও ১৯শে মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায় শুরু হবে।
এরপর সেখান থেকে ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই। এফটিপি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান সফরে ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে। কুড়ি কুড়ির এই দুটি ম্যাচ বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন। ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














