দীর্ঘ আলোচনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ভিক্টর গিওকেরেসকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে সুইডিশ এই ফরোয়ার্ডকে কিনতে ৭ কোটি ৩৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা) খরচ করছে লন্ডনের ক্লাবটি। চুক্তিটি পাঁচ বছরের, যা চলবে ২০৩০ সালের জুন পর্যন্ত।
আর্সেনালের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে গিওকেরেসের আগমন নিশ্চিত করে বলা হয়, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর গিওকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।”
গেল মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২৭ বছর বয়সী গিওকেরেস। ২০২৪-২৫ মৌসুমে ৫২ ম্যাচে ৫৪ গোল করে ইউরোপজুড়ে আলোচনায় আসেন তিনি। তবে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলের পরাজয়ের পর থেকেই আর্সেনালে যোগ দেওয়ার ইচ্ছা জোরালো হয়েছিল তার।
”গানারদের হয়ে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন গিওকেরেস, “আমার মনে হচ্ছে আমি এখন আরও পরিণত। আমি গোল করতে ভালোবাসি। আর্সেনালের জার্সি পরে গোল করে সমর্থকদের সামনে উদ্যাপন করতে তর সইছে না।”
আর্সেনালে গিওকেরেসকে ১৪ নম্বর জার্সি দেওয়া হয়েছে—এই নম্বরটি একসময় কিংবদন্তি থিয়েরি অঁরি পরতেন। এর আগেও ইংল্যান্ডে খেলেছেন গিওকেরেস, তবে প্রিমিয়ার লিগে নয়। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলার সুযোগ না পেলেও, ধারে কভেন্ট্রি সিটির হয়ে খেলেছেন তিনি।
কোচ মিকেল আর্তেতার অধীনে আর্সেনালের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ মূল্যের ট্রান্সফার। ট্রান্সফারমার্কেটের তথ্যমতে, এই অর্থের মধ্যে ৬ কোটি ৩৫ লাখ ইউরো (৯১০ কোটি ৪৬ লাখ টাকা) ধরা হয়েছে প্রাথমিক ফি হিসেবে এবং বাকি ১ কোটি ইউরো (১৪৩ কোটি ৩৮ লাখ টাকা) পারফরম্যান্স-ভিত্তিক বোনাস।
এই মৌসুমে গিওকেরেসসহ মোট ছয়জন খেলোয়াড় কিনেছে আর্সেনাল। এর আগে দলে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ান মোস্কেরা, মার্টিন জুবিমেন্দি, কেপা আরিজাবালাগা, নোনি মাদুয়েকে ও ক্রিস্টিয়ান নরগার্ড। সব মিলিয়ে এই ছয়জনের পেছনে ক্লাবটি খরচ করেছে ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ইউরো (প্রায় ৩ হাজার ৩৫৬ কোটি টাকা)।
গানারদের হয়ে এবার আর্তেতার ‘শিরোপা মিশনে’ গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন ভিক্টর গিওকেরেস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














