এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট জয়ের ঐতিহাসিক সাফল্য এখনো খুব একটা পুরোনো হয়নি। সেই স্মৃতিকে সঙ্গে নিয়ে এবার নতুন অধ্যায় শুরু করছেন রবার্তো ফিরমিনো। সৌদি ক্লাব আল-আহলি ছাড়িয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার পাড়ি জমালেন কাতারের ঘরোয়া ফুটবলে। নাম লিখিয়েছেন কাতারের জায়ান্ট ক্লাব আল-সাদে।
আল-আহলির সঙ্গে ফিরমিনোর চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তবে দুই পক্ষের সমঝোতায় আগেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ক্লাব আল-সাদের সঙ্গে ৩৩ বছর বয়সী তারকার চুক্তি হয়েছে দুই বছরের জন্য।
লিভারপুলে আট বছরের সফল ক্যারিয়ারের পর ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে যোগ দেন ফিরমিনো। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ান। চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে ছিলেন দুর্দান্ত ফর্মে। আসরে ৬টি গোল করার পাশাপাশি ফাইনালে দুই গোলে সরাসরি অবদান রাখেন তিনি। ক্লাব ইতিহাসে প্রথমবার মহাদেশীয় শিরোপা জিতে নেয় আল-আহলি। আর আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিটাও উঠেছে ফিরমিনোর হাতেই।
আল-আহলির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বিদায়ের আগে আবেগঘন কথা বলেন ফিরমিনো,
“আমি খুব খুশি। এই ক্লাবের হয়ে ইতিহাস গড়েছি। এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এজন্য আমি কৃতজ্ঞ।”
এবার কাতারের সফলতম ক্লাব আল-সাদের হয়ে শিরোপার জন্য লড়বেন তিনি। দেশটির শীর্ষ লিগ কাতার স্টার্স লিগে রেকর্ড ১৮ বার চ্যাম্পিয়ন হওয়া দলটি গেল মৌসুমেও ট্রফি জিতেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















