আসিফ মাহমুদের জায়গায় আসিফ নজরুল- বিসিবি যা বলছে

আসিফ নজরুল ও আসিফ মাহমুদ

আসিফ মাহমুদের জায়গায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল পদত্যাগ করেছেন। তার জায়গা নতুন ক্রীড়া উপদেষ্টা হয়েছেন ড. আসিফ নজরুল। দু’জনকে নিয়েই বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা এবং আসিফ নজরুলকে স্বাগত জানিয়েছেন

দীর্ঘ ১ বছরেরও বেশি সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ। গতকাল তিনি পদত্যাগের পর আজ সন্ধ্যায় বিসিবি এক বিবৃতিতে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বিবৃতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,‘ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে যে স্পষ্টতা ও উদ্যমের সঙ্গে আসিফ মাহমুদ কাজ করেছেন, আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। অবকাঠামো শক্তিশালী করা হোক, পরিচালনাগত বাঁধা অতিক্রমে সহায়তা করা হোক বা বোর্ডকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে নিশ্চিত করা— গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে তার দিকনির্দেশনা ছিল অত্যন্ত মূল্যবান।’

বিসিবি সভাপতি বুলবুলের সঙ্গে আসিফ মাহমুদ

এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আসিফ নজরুল। বুলবুলের বিশ্বাস, ড. আসিফ নজরুল তার নতুন দায়িত্বে দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক অগ্রগতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে বিবৃতিতে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,‘আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। জনসম্পৃক্ত কাজে তার অভিজ্ঞতা এবং ক্রীড়ার প্রতি দীর্ঘদিনের আগ্রহ আমাদের আস্থা দেয় যে, তিনি ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে গঠনমূলক ভূমিকা রাখবেন। বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এবং আমরা আশা করি তিনি প্রতিটি স্তরে উচ্চমান অর্জনের পথে আমাদের পাশে থাকবেন।’

Exit mobile version