মাত্র ১৬ ওভার তিন বলেই শেষ ওমান-ইংল্যান্ডের ম্যাচ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার দুই বলে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় ওমান। জবাবে ২ উইকেট হারিয়ে ১৯ বল খরচ করেই জয় তুলে নেয় ইংলিশরা। এই জয়ে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করলো জশ বাটলারের দল।
‘বি-গ্রুপ’ থেকে টানা তিন জয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দুই জয় ও ইংল্যান্ডের বিপক্ষে তাদের পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা স্কটল্যান্ডের সংগ্রহ পাঁচ পয়েন্ট। স্কটিশরা তাদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ইংল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া।
ওমানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের রানরেট দাঁড়িয়েছে ৩.০৮১ আর স্কটল্যান্ডের ২.১৪৬। ফলে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় এবং ইংল্যান্ড জয় পায় তাহলে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ডই সুপার এইটে খেলবে। অবশ্য অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে ইংল্যান্ডের আর কিছুই করার থাকবে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















