এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করলো ডেনমার্ক। প্রথম ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছিলো ড্যানিশদের। এবার এরিকসেনের দল ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে অবশ্য সি-গ্রুপের দ্বিতীয়স্থানে আছে ডেনমার্ক। টেবিলের তিনে থাকা স্লোভেনিয়াও দুই পয়েন্ট ঘরে তুলেছে। প্রথম ম্যাচে সার্বিয়াকে হারানো ইংল্যান্ড চার পয়েন্ট নিয়ে সি-গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় ম্যাচের ১৮তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। সমতায় ফিরতে ডেনমার্ক সময় নিয়েছে ১৬ মিনিট। মর্টেন ইয়ুলমানের সমতায় ফেরানো গোলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখলো ডেনমার্ক।
গত বছর সেমিফাইনালে যাওয়া ডেনমার্কা ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেই বিদায় নিয়েছিলো। ওই ম্যাচে ৩০ মিনিটে গোল করে লিড নিলেও ৩৯ মিনিটে আত্নঘাতি গোল করে। পরে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ইংল্যান্ডকে জয় এনে দেন অধিনায়খ হ্যারি কেইন।
গত বছর নিজেদের প্রথম ম্যাচেই মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। এবার প্রথম ম্যাচেই স্লোভেনিয়ার বিপক্ষে গোল করেন এরিকসেন। কিন্তু ম্যাচটি তারা ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়।
