চলতি মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২০ জুন হেডিংলিতে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই বহুল প্রতীক্ষিত সিরিজকে ঘিরে প্রস্তুত সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস, যা এবার ম্যাচগুলো সম্প্রচার করবে পাঁচটি ভিন্ন ভাষায়।
ইংরেজি ধারাভাষ্য তো থাকছেই, সঙ্গে থাকছে হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষার ধারাভাষ্যও। ক্রিকেটপ্রেমীদের আরও বেশি যুক্ত করতে ধারাভাষ্য প্যানেল সাজানো হয়েছে সাবেক ক্রিকেটারদের নিয়ে, যারা নিজ নিজ ভাষায় দর্শকদের কাছে তুলে ধরবেন খেলার উত্তেজনা ও বিশ্লেষণ।
ইংরেজি প্যানেলে রয়েছেন ভারতের রবি শাস্ত্রী, নভোজৎ সিং সিধু, অনিল কুম্বলে, সঞ্জয় মাঞ্জরেকার, দীনেশ কার্তিক এবং অভিনব মুকুন্দ। ইংল্যান্ডের পক্ষে থাকছেন নাসের হুসেইন, মাইকেল আথারটন ও স্টুয়ার্ট ব্রড।
হিন্দি ভাষার ধারাভাষ্যে অংশ নিচ্ছেন পার্থিভ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, দীপ দাশ গুপ্তা, ভারুন অরুন, অনন্ত তিয়াগী ও পাদামজিৎ শেহরাওয়াতসহ আরও কয়েকজন।
তামিল ভাষায় ধারাভাষ্য দেবেন অভিনব মুকুন্দ, এস বাদ্রিনাথ, রমেশ, অনিরুধা শ্রীকান্ত এবং মাহেশ। তেলেগু প্যানেলে থাকছেন এমএসকে প্রসাদ, হানুমা বিহারি, টি সুমান প্রমুখ। কন্নড় ভাষায় ধারাভাষ্য দেবেন বিজয় ভরদ্বাজ, সুনীল যোশী, বিনয় কুমারসহ অনেকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














