বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে প্রাইজমানিতে ইতিহাস গড়তে যাচ্ছে আয়োজকরা। আগামী ২৪ আগস্ট শুরু হওয়া আসরে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬১ কোটি টাকা), যা গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে সর্বোচ্চ অর্থ পুরস্কার।
ইউএস ওপেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এবারের আসরের মোট প্রাইজমানি ৯ কোটি মার্কিন ডলার—গত বছরের তুলনায় যা ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে এই অঙ্ক ছিল সাড়ে ৭ কোটি ডলার। তখন একক চ্যাম্পিয়নের পুরস্কার ছিল ৩৬ লাখ ডলার; এবার তা ৩৯ শতাংশ বাড়ানো হয়েছে।
প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়রা বাড়তি অর্থ পাচ্ছেন। প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও প্রতিযোগীরা পাবেন ১ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় রাউন্ডে এই অঙ্ক ১ লাখ ৫৪ হাজার, তৃতীয় রাউন্ডে ২ লাখ ৩৭ হাজার, আর চতুর্থ রাউন্ডে ৪ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালিস্টরা পাবেন ৬ লাখ ৬০ হাজার, সেমিফাইনালিস্টদের জন্য রয়েছে ১২ লাখ ৬০ হাজার ডলার, আর রানার্স-আপ পাবে ২৫ লাখ ডলার। ৭ সেপ্টেম্বর পর্দা নামবে ইউএস ওপেনের এবারের আসরের।
২০২৫ ইউএস ওপেন প্রাইজমানি তালিকা (মার্কিন ডলার): চ্যাম্পিয়ন: ৫০ লাখ, রানার্স-আপ: ২৫ লাখ, সেমিফাইনালিস্ট: ১২.৬০ লাখ, কোয়ার্টার ফাইনালিস্ট: ৬.৬০ লাখ, চতুর্থ রাউন্ড: ৪ লাখ, তৃতীয় রাউন্ড: ২.৩৭ লাখ, দ্বিতীয় রাউন্ড: ১.৫৪ লাখ, প্রথম রাউন্ড: ১.১০ লাখ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















