অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে উড়িয়ে সোনা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মেসিহীন আর্জেন্টিনা। তবে স্বর্ণ জয়ের আগে প্যারিস অলিম্পিকে এবারের আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মঙ্গলবার মাঠে নামবে আর্জেন্টিনা।
সেখানে এবার তাদের প্রতিপক্ষ দুর্বল ইউক্রেন। ইতিহাস গড়ে টানা চার শিরোপা জিতে উড়তে থাকা আর্জেন্টিনা অবশ্য শুরুতেই মরক্কোর বিপক্ষে বড় ধাক্কা খায়। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইরাককে ৩-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।
এর আগে অবশ্য অলিম্পিকের প্রথম ম্যাচেই নাটকীয়ভাবে হারে তারা। লিও স্টেডিয়ামে ইউক্রেন ও আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে।
ড্র করলেও অবশ্য সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে গ্রুপ সেরা হতে অনেক হিসাব-নিকাশ মেলাতে হতে পারে আলবিসেলেস্তেদের। তাই তো, ইউক্রেনের বিপক্ষে জয়ের ধারা অব্যহত রাখতেই নামবে তারা। প্রতিপক্ষ ইউক্রেন অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে হেরেছে।
আর ইরাকের বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে অনুশীলনে তাই পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন কোচ। ২০০৪ সালের অ্যাথেন্স ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। তবে লন্ডন, ব্রাজিল ও টোকিওতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। তাইতো প্যারিস অলিম্পিক তাঁদের টানা তিন আসরের ব্যর্থতা ঘোচানোর মিশন।
এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ইকুই ফার্নান্দেজকে। তরুণ আলভারেজের দিকে বাড়তি নজর থাকবে সমর্থকদের। সম্ভাব্য একাদশে ওতামেন্দি, সোলের জুলিও, সিমিওনে গুলিয়ানো, মেদিনা ক্রিস্টিয়ান ও আলভারেজের থাকার আভাস দিয়ে রেখেছেন কোচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















