ইউরো বাছাই : জিব্রাল্টারের জালে ফ্রান্সের ১৪ গোল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শনিবার রাতে গোলের রেকর্ড গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। জিব্রাল্টারের বিপক্ষে করেছে গোল উৎসব। ১৪-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। এই উৎসবে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপে। হ্যাটট্রিক করেছেন তিনি।

ইউরোপিয়ান বাছাই পর্বে যে কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। এর আগে এ জয়ের রেকর্ড ছিল জার্মানির। ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে তাদের জয় ছিলো ১৩-০ গোলে। ফ্রান্সের ফুটবল ইতিহাসেও এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ফ্রান্সের ৯ খেলোয়াড় গোল করেছেন। এমবাপ্পে করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন অলিভার জিরুদ ও কিংসলে কোমান। এছাড়া মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে ইমেরি, জোনাথন ক্লাউস, ইউসুফ ফোপানা, অড্রিয়েন র‍্যাবিয়ট ও ওসমানে দেম্বেলে।

‘বি’ গ্রুপে ফ্রান্স আগেই পয়েন্ট টেবিলের নেতৃত্ব দিচ্ছে। এ জয়ে তাদের অবস্থান আরো দৃঢ় হলো। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২১। ১৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা গ্রিসের পয়েন্ট ১২।

আগেভাগে চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম এ ম্যাচে ১৭ বছর বয়সী জাইরে ইমেরিকে মাঠে নামার সুযোগ দিয়েছিলেন। অভিষেক ম্যাচেই গোল করেছেন তিনি। মাত্র ১৬ মিনিটের মধ্যে গোলের দেখা পান এ টিনএজার। তবে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। গোল করার পরও অভিষেকটা আনন্দময়ও করতে পারলেন না তিনি। মারাত্মক ফাউলের শিকার হয়ে ২০ মিনিটের সময় মাঠ ছাড়তে হয় তাকে। ১৯১৪ সালের পর এই প্রথম ফ্রান্স দলে এত কম বয়সী খেলোয়াড়ের অভিষেক হলো।

বিশাল ব্যবধানে এ জয়ে ফ্রান্সের ৯ খেলোয়াড় গোলের খাতায় নাম লিখিয়েছে। তবে গোলের সূচনা তারা করতে পারেননি, বরং করেছিল জিব্রাল্টার। তৃতীয় মিনিটে আত্মঘাতি গোলে সুবাদে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। শুরুতেই জিব্রাল্টার লাল কার্ড পাওয়ায় ফ্রান্সের গোল উৎসবের পথটা সহজ হয়ে যায়। একই সঙ্গে ফ্রান্সের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয়ের সম্ভাবনাও তৈরি হয়। এর আগে ফ্রান্সের সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল ১০-০ গোলে। ১৯৯৫ সালে  আজারবাইজানের বিপক্ষে এ  ব্যবধানে জয় পেয়েছিল তারা।

এ ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপে তৃতীয় স্থানে উঠে এসেছেন। ৭৪ ম্যাচে ৪৬ গোল এখন তার। তিনি পেছনে ফেলেছেন অ্যান্তোনিও গ্রিজমানকে। ৪৪ গোল গ্রিজমানের। এমবাপের ওপরে এখন আছেন ওলিভার জিরুদ (৫৬) ও থিয়েরি অঁরি (৫১)।

জিব্রাল্টারের ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। সাত ম্যাচ এক ম্যাচেও তারা জয়ের দেখা পায়নি। শুধু তাই এ পর্যন্ত একটা গোলও তারা করতে পারেনি। বিপরীতে তারা ৩৫ গোল হজম করেছে।

Exit mobile version