ইউরো ২০২৪ ফুটবলের বাছাই পর্বে জয় অব্যাহত রয়েছে পর্তুগালের। ‘জে’ গ্রুপ থেকে আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে দলটি। তারপরও তাদের জয়ের ক্ষুধা মেটেনি। যেমন মেটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের ক্ষুধা। ৩৮ বছর বয়সী রোনালদো এখনো জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়ে চলেছেন। বৃহষ্পতিবার তার গোলের সুবাদে অ্যাওয়ে ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হারিয়েছে লিচেনস্টাইনকে।
‘জে’ গ্রুপের বাছাই পর্বে পর্তুগালের এটা ৯ ম্যাচে নবম জয়। ২৭ পয়েন্ট সংগ্রহ তাদের। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের নেতৃত্বে তারা। লিচেনস্টাইন সবার নিচে। ৯ ম্যাচ থেকে তারা কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে স্লোভাকিয়া। সমান ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। ফলে এক ম্যাচ বাকি থাকলেও রোনালদোদের শীর্ষস্থান হারানোর কোনো শঙ্কাই নেই।
আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। তারপরও দলটির কোচ রবার্তো মার্টিনেজ কোনো কিছুই হালকাভাবে নেননি। তাইতো প্রথম সারির খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজিয়েছিলেন তিনি। তবে পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচের দল লিচেনস্টাইন পর্তুগালকে যথেষ্ঠ ভুগিয়েছে। বিশেষ করে প্রথমার্ধে। শক্তিশালী পর্তুগালকে প্রথমার্ধে তারা ভালোভাবেই আটকে রেখেছিল।
তবে দ্বিতীয়ার্ধে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিক লিচেনস্টাইন। এ অর্ধের শুরুতেই রোনালদো গোল করে পর্তুগালকে এগিয়ে নেন। দিয়াগো হোতার কাছ থেকে বল পেয়ে বাম পায়ের দারুণ শটে দলকে এগিয়ে নেন তিনি।
এ গোলের ফলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের তালিকায় রোনালদোর শীর্ষস্থান আরো শক্ত হয়েছে। ২০৪ ম্যাচে এটা তার ১২৮তম গোল। শুধু তাই নয়, এ গোলের সুবাদে এবারের বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। বসেছেন বেলজিয়ামের রোমেলু লুকাকুর পাশে। উভয়ের গোল সংখ্যা ১০।
প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে তেমন একটা দেরি করতে হয়নি পর্তুগালকে। ৫৬ মিনিটে হোয়াও ক্যানসেলো গোল করে পর্তুগালকে ২-০ গোলে এগিয়ে নেন। মূলত লিচেনস্টাইনের গোলরক্ষক বেঞ্জামিন বুয়েখেলের ভুলে ক্যানসেলো গোলটি পেয়ে যান। ক্যানসেলো অনেকটা ফাঁকা জালে বল ফেলে গোলটি নিজের নামে লিখিয়ে নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















