দারুণ এক জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল। আজ রাউন্ড অব সিক্সটিনে ইকুয়েডরকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ব্রাজিলের এস্তেভাও উইলিয়ান জোড়া গোল করেন।
ব্রাজিলের এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টিনা তাদের রাউন্ড অব সিক্সটিনে জয় পেলে কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দল দুটো মুখোমুখি হবে।
ম্যাচের প্রায় শুরুতে চতুর্দশ মিনিটে এস্তেভাও গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। বিদ্যুৎ গতিতে ইকুয়েডরের ডিফেন্ডার জাইর কোলাহুয়াজোর কাছ থেকে বল কেড়ে নিয়ে জোরালো শটে গোল করেন তিনি। তবে বিরতির আগেই ইকুয়েডর সমতা ফিরিয়ে আনে।
বিরতির পরপরই এস্তেভাও দলকে আবার এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইকুয়েডরও। কিন্তু দুর্ভাগ্য তাদের। প্রায় ৪০ গজ দূর থেকে কেনি আরোয়োর নেওয়ার ফ্রি কিক পোস্টের ভেতর দিকে লাগলেও বল জাল জড়ায়নি।
ইকুয়েডর এগিয়ে যেতে না পারলেও ব্রাজিল ঠিকই পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। এস্তেভাওয়ের নেওয়া ফ্রি কিক এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলে ইকুয়েডরের গোলরক্ষকের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া অন্য উপায় ছিল না।
ম্যাচের একেবারে শেষ মুুহূর্তে পেড্রো লিমা গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করে। আগামী শুক্রবার ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যেকার জয়ী দল তাদের প্রতিপক্ষ হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















