ইনজুরির কারণে ফুটবল ছাড়ছেন নেইমার? বিশ্বফুটবলে এই মুহুর্তে বিশেষ এক আক্ষেপের নাম নেইমার। দারুণ এক প্রতিভার ঝলকে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখার বিশেষ গুণ নিয়ে যার জন্ম। পায়ের জাদু, ড্রিবলিং করার ক্ষমতার কারণে মেসি-রোনালদোর রাজত্বের মধ্যেও আলাদা করে নিজের ফুটবল দক্ষতার প্রমাণ দিয়ে মন জয়ে করে নিয়েছিলেন ফুটবল ভক্তদের। সেলেকাওদের প্রত্যশা ছিলো তাকে ঘিরেই হেক্সা মিশনের। কিন্তু নতুন করে তথ্য সামনে এলো যে, ২০২৬ বিশ্বকাপের আগেই অবসরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার জুনিয়র।
স্বাভাবিকভাবেই নেইমারের অবসর ভাবনার কারণও সামনে চলে এসেছে। অনেকে হয়তো কোচ কার্লোস অ্যানচেলত্তির সাথে তার সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি অনুসন্ধান করতে চেয়েছিলেন। কিন্তু নিন্দুকদের হতাশ করে নেইমারের বাবা ও একইসাথে তার ফুটবল এজেন্ট – নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র জানিয়ে দিলেন বললেন, সাম্প্রতিক চোটের কারণে নেইমার আর নিজের সাথে লড়াইটা চালিয়ে যেতে পারছিলো না।
মেনিস্কাস ইনজুরি, ফের অস্ত্রোপচার
সবশেষ মেনিস্কাসে চোটের কারণে এখনো ভুগছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু গত মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসের হয়ে খেলেছেন তিনি। কিন্তু চোটপ্রবণ শরীরে নতুন করে আরও একবার অপারেশনের ধকল নিতে হলো। ২২ ডিসেম্বর তার বাঁম পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে।
৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের অস্ত্রোপচারের আগে তার সঙ্গে কী কথা হয়েছিল, সেই বিষয়ে একটি পডকাস্ট শোতে নেইমার সিনিয়র বলেন,
সে মেনিস্কাসে চোট পেয়েছিল। আমরা তার সঙ্গে কথা বলার আগেই সংবাদমাধ্যম সেটা ফাঁস করে দিয়েছিল। এজন্য মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। আমি আমার ছেলের বাসায় গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম, ‘কেমন আছ?
নেইমারের মাঝে বিষণ্নতা দেখতে পেয়েছিলেন তার বাবা,
সে আমার দিকে তাকিয়ে বলল, ‘আমি আর পারছি না, চলো অস্ত্রোপচার করাই। বাবা আমি জানি না এটা অস্ত্রোপচার করলে ভালো হবে কি না। মনে হচ্ছে যথেষ্ট হয়েছে।
নেইমার সিনিয়র তার ছেলেকে দুটি বিষয়ের দিকে মনোযোগ দিতে পরামর্শ দেন- মাঠে ফিরে সমালোচকদের জবাব দেওয়া এবং বিশ্বকাপ মিশনের স্বপ্ন পূরণ করা। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে নেইমার তার এসিএল ও মেনিস্কাস ছিড়ে ফেলেন। তারপর থেকে ফিটনেস সমস্যার সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি।
নেইমার সিনিয়র বললেন,
পরের দিন সকালে সে ট্রেনিং শুরু করল, বাঁ পা, ডান পা দিয়ে শট নিলো। তারপর আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, ‘আমার মনে হচ্ছে আমি পারব।’ তারপর খেলতে নেমে গোল করল। আমার দিকে তাকিয়ে তখন বলল, সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে
বাবার সাথে ইনজুরি নিয়ে আলোচনার পর নেইমার মানসিক শান্তি ফিরে পান বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি খেলা ছেড়ে দেয়ার বিষয়টি ঝেড়ে ফেলে দিয়ে পরেরদিনই অনুশীলনে নেমে পড়েন এই ড্রিবলিং মাস্টার। এই প্রসঙ্গে নেইমারের বাবা বলেন,
পরের দিন সকালে সে ট্রেনিং শুরু করল, বাঁ পা, ডান পা দিয়ে শট নিলো। তারপর আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, ‘আমার মনে হচ্ছে আমি পারব।’ তারপর খেলতে নেমে গোল করল। আমার দিকে তাকিয়ে তখন বলল, সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে
যদিও ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে ব্রাজিলের সিরি আ মৌসুমের অর্ধেক সময় খেলতে পেরেছেন। লিগে গোল করেছেন আটটি, এর মধ্যে শেষ দিকে ছিল চারটি, যার সুবাদে দল অবনমন এড়িয়ে যেতে পেরেছে।
আশা করা হচ্ছে, ২০২৬ সালের ব্রাজিলিয়ান সিরি আ শুরুর আগে সেরে উঠবেন নেইমার। তিনি ব্রাজিলের শীর্ষ গোলদাতা। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড তিনটি বিশ্বকাপে খেলেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















