‘অজুহাত নয়, আমরা ভালো উইকেটে কমই খেলি’-নাজমুল হোসেন শান্ত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বড় চিন্তার নাম ব্যাটিং। ক্রিকেটের ছোট এই ফর্মেটে ব্যাটারদের রান না পাওয়া, টি-টোয়েন্টির আবহের সঙ্গে মন্থর ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন। সবশেষ নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট পাড়ায়।

তবে টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে উন্নতি না পাওয়ার পেছনে দেশের মাঠে ভালো উইকেটে না খেলাকে দায়ী করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত তার একটি সাক্ষাৎকারে অধিনায়ক শান্ত বলেন,‘টি-টোয়েন্টিতে উন্নতির জন্য, প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কেউ কেউ অজুহাত মনে করতে পারেন, এটা বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলতে পারি।’

টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটে উন্নতি করতে ভালো উইকেটে অন্তত এক-দুই বছর খেলা জরুরি বলে মনে করেন তিনি। এ বিষয়ে শান্ত বলেন,‘ছয় মাসে কোন কিছু পরিচর্তন কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক বা দুই বছর ধরে খেলি তাহলে স্ট্রাইকরেট উন্নতি হবে।’

নিজেদের মাঠে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে যায় টাইগাররা। কিন্তু আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। এ বিষয়ে তিনি বেলন,‘আমরা কিছু সিরিজ জিতেছি, বড় দলকেও হারিয়েছি। দলের আত্মবিশ্বাস ভালো আছে। আমরা সম্প্রতি যেমন ম্যাচ খেললাম (জিম্বাবুয়ে সিরিজ), বিশ্বকাপেও যদি তেমন খেলি। আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু হওয়া সম্ভব।’

Exit mobile version