অস্ট্রেলিয়াকে ২০৬ রানের টার্গেট ভারতের

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০৬ রানের টার্গেট দিলো ভারত। বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ১৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেয়া ভারতীয় অধিনায়ক ৪১ বলে ৯২ রান করে মিচেল স্টার্কের ওভারে বোল্ড আউট হয়ে ফেরেন।

সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই আউট হন ভিরাট কোহলি। এই নিয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শূন্য রানে আউট হলেন ভিরাট। সব মিলিয়ে গত ছয় ইনিংসে ভিরাটের রান ১, ৪, ০, ২৪, ৩৭, ০। অবশ্য এই ম্যাচে ভিরাটের আউট হওয়ার অভাব বুঝতে দেননি রোহিত শর্মা। একপ্রান্ত দিয়ে অস্ট্রেলিয় বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন।

দলীয় ৬ রানে ভিরাট আউট হওয়ার পর ৮৭ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৫ রানে আউট হয়ে যান ১৪ বলে ১৫ রান করা রিশভ পন্থ। পরে তৃতীয় উইকেটে রোহিতের সাথে যুক্ত হন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়ক যখন সেঞ্চুরি থেকে আট রান ‍দূরে তখন মিচেল স্টার্কের ইয়র্কার ডেলিভারিতে পরাস্ত হয়ে ফেরেন ব্যক্তিগত ৯২ রানে।

রোহিত আউট হওয়ার সময় ১১ ওভার দুই বল শেষে ভারতের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ১২৭ রান। পরে যাদবের ১৬ বলে ৩১, শিভাম দুবের ২২ বলে ২৮, হার্ডিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ২৭ রানের সুবাদে ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় ভারতীয় দল।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি করে উইকেট পেয়েছেন।

Exit mobile version