সব শংকা দূর করে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। স্থানীয় প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত বুধবার (১৫মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। প্রায় দেড় দিনের বিমানভ্রমণ শেষে শুক্রবার ভোরে তারা হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।
সেখানে গিয়েই ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ দল। মূলত বৃহস্পতিবার (১৬মে) থেকেই হিউস্টনের শহরতলীতে টর্নেডো আঘাত হানে। ঝড়ের কবলে আক্রান্ত হওয়ার স্থানীয় স্কুলগুলো বন্ধ রাখা হয়। ঝড়ে মারা যায় অন্তত ৭ জন। বহু মানুষের ঘড়-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ম্যাচভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের নির্ধারিত যথাসময়ে শুরুর বিষয়ে শংকা তৈরি হয়।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আর কোন জটিলতা তৈরি হয়নি। দুই দিনের বিশ্রাম শেষে ১৯ মে ম্যাচ ভেন্যুতেই বাংলাদেশ দল অনুশীলন করেছে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি যথাযথভাবে হবে না বলেই জানিয়ে গেছেন সাকিব আল হাসান। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও বিশ্বকাপের প্রস্তুতি তেমন ভূমিকা রাখবে না বলে মত দিয়েছিলেন তিনি। এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী পূর্বনির্ধারিত। আর সাকিবও এটা জানে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ছাড়াও স্বাগতিকদের বিপক্ষে ২৮ মে একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এছাড়াও ভারতের বিপক্ষে ১ জুন আছে আরও একটি প্রস্তুতি ম্যাচ।