আমরা বিশ্বকাপে যে কোন দলকে হারাতে পারি-সাকিব

২০২০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন পেসার তানজিম হাসান সাকিব। এবার তরুণ এই পেসারের স্বপ্ন বৈশ্বিক শিরোপা জয়ের। গত বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এই পেসারের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার দলের অন্যতম সদস্য সাকিব। বিশ্বকাপ সামনে রেখে বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিওতে সাকিব বিশ্বকাপে নিজের স্বপ্ন নিয়ে বলেন‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। আর বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’

ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব বরাবরই আগ্রাসী মনোভাবের। ব্যাটারদের চোখে চোখ রেখেই চলেন সবসময়। এই তরুণ পেসার বিশ্বকাপে নিজের স্বপ্ন নিয়ে আরও বলেন,‘আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকেই আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।’

একই সাথে বিশ্বকাপে যে কোনো দলকে হারানো সম্ভব বলে মনে করেন এই পেসার। তিনি বলেন,‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে ও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারি।’

Exit mobile version