টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে কখনও জয় পায়নি বাংলাদেশ। এবার জয়ের খুব কাছে গিয়েও তীরে এসে তরী ডোবাল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের চার রানে হারা ম্যাচে সব ছাপিয়ে গেছে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত।
বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টমানের বল মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। এর আগেই সেই বলে এলবিডব্লিউর আবেদন হলে আম্পায়ার স্যাম নগাজস্কি তাতে সাড়া দেয়। তাতে সেই চার পাওয়া হয়নি বাংলাদেশ। আর ওই রানেই হারতে হয়েছে টাইগারদের।
আম্পায়ার আগেই আউট দিয়ে দেওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী সেই চার রান যোগ হয়নি স্কোরবোর্ডে। ম্যাচ শেষে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘সত্যি বলতে এটা ‘গুড কল’ ছিল না। ম্যাচটা টাইট ছিল। আম্পায়ার আউট দিয়ে দিলেন। আমাদের জন্য এটি মেনে নেওয়া কঠিন। ওই চার রান হলে ম্যাচের দৃশ্য বদলে যেত। এ নিয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না।’