টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আর কদিন বাদেই। বৈশ্বিক প্রতিযোগিতার নবম আসরের মূল পর্বে নাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা হয়ে ওঠেনি। বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন জাতীয় দলের ক্রিকেটাররা, তা নিয়ে জানার আগ্রহ কোটি ক্রিকেট ভক্তদের।
একারণেই বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে বিসিবি। যার ধারাবাহিকতায় আজ প্রকাশিত হয়েছে সাকিব আল হাসানের বিশ্বকাপ ভাবনা। যেখানে এই বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন সব বিশ্বকাপ খেলে তাঁর ভালোলাগার কথা।
ভিডিওতে সাকিবের বিশ্বকাপ খেলার অনুভূতি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানালেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’
আরো একটা বিশ্বকাপ খেলা নিয়ে সাকিব বলেন, ‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’