ইংল্যান্ডকে গুড়িয়ে ফাইনালে ভারত

প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালও হলো একতরফা। প্রথম সেমিতে দক্ষিণ আফ্রকার বিপক্ষে আগে ব্যাট করে আফগানিস্তান যেমন ৫৬ রানে গুড়িয়ে যায়। তেমনে দ্বিতীয় ম্যাচে ১৭২ রানের টার্গেটে নেমে ইংল্যান্ড অলআউট হয়েছে ১০৩ রানে। একতরফা ম্যাচে ভারত ৬৮ রানে জয় তুলে ফাইনালে জায়গা করে নিয়েছে।

ব্রিজটাউনে বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে আটটায় অনুষ্ঠেয় ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের (২০০৭)চ্যাম্পিয়ন ভারত।

১০৪ রানের টার্গেটে খেলতে নেমে তিন ওভারে ২৬ রান তোলা ইংল্যান্ড চতুর্থ ওভারের প্রথম বলেই অধিনায়ক জস বাটলারের উইকেট হারায়। ১৫ বলে ২৩ রান করে অক্সার প্যালের বলে বোল্ড হয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক। সেখান থেকেই শুরু। এর পর আর দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন অক্সার প্যাটেল ও কুলদ্বীপ যাদব। বুমরাহ নিয়েছেন দুই উইকেট। রান আউট হয়েছেন লিয়াম লিভিংস্টোন ও আদিল রশীদ।

Exit mobile version