ইংল্যান্ডকে বিপদে রেখে ওমানকে হারিয়ে শীর্ষে স্কটল্যান্ড

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে বলা হচ্ছে অঘটনের বিশ্বকাপ। ভারতের বিপক্ষে পাকিস্তানে লজ্জার হারের দিনে ওমানকে হারিয়ে শীর্ষে স্কটল্যান্ড। বিশ্বকাপে গ্রুপ ‘বি;-এর এই ম্যাচে হেসে খেলেই ওমানকে ৭ উইকেটে হারায় স্কটল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে তারা

স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৫০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় নবাগত ওমান। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।

ওমানের পক্ষে প্রতীক আথাভালের ৪০ বলে ৫৪ ও আয়ান খান ৩৯ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস উপহার দেন। যাদের রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় ওমান। স্কটল্যান্ডের হয়ে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নেন সাফিয়ান শরীফ।

জবাবে ১৫১ রানের টার্গেটে স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুন্সি ২০ বলে ৪১ রান করেন। তবে ম্যাচে স্কটল্যান্ডের জয়ের নায়ক ব্র্যান্ডন ম্যাকমুলেন। তিনি ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরার পুরষ্কারও হাতে উঠেছে তার।

ফলে ৩ ম্যাচে ২ জয় ও এক টাইয়ে গ্রুপ ‘বি’-এর পয়েণ্ট টেবিলে শীর্ষে স্কটল্যান্ড। ২ ম্যাচে ২ জয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। আর ৩ ম্যাচ হেরে তলানিতে ওমান। এই গ্রুপে রয়েছে ইংল্যান্ডও। যারা ২ ম্যাচে এক হার ও এক টাই করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।

Exit mobile version