এক ধাক্কায় টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার থেকে পাঁচে নেমে গেলেন সাকিব

টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থানে থাকা সাকিব এক ধাক্কায় নেমে গেছেন র‍্যাংকিংয়ের পাঁচে। যা এই বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে এক যুগের মধ্যে সর্বনিম্ন র‍্যাংকিং।

এর আগে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‍্যাংকিংয়ের পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব। আজ সাকিবের অবনতির দিনে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তাঁর র‍্যাটিং পয়েন্ট এখন ২৩১। ২২৫ রেটিং নিয়ে দুইয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

গত সপ্তাহের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিবের রেটিং ছিলো ২২৩। তবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ফর্মহীন থাকায় সাকিবের রেটিং কমে গেছে। এতে করে তাঁর পয়েন্ট ১৫ কমে গিয়ে এখন ২০৮। এমনকি এবারের বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও ২১০ রেটিং নিয়ে সাকিবের উপরে অবস্থান করছেন।

Exit mobile version