এক যুগ পর ছয়ে সাকিব

দশদিনও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না অজি পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আবারো শীর্ষে লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হাসারাঙ্গা শীর্ষে ফেরায় সাকিব আল হাসান নেমে গেছেন তিন থেকে ছয়ে। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এটি গত ১২ বছরের মধ্যে সাকিবের সর্বনিম্ন অবস্থান।

অলরাউন্ডার তালিকায় সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবি আছেন দুইয়ে। এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১৪। ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া আছেন তিনে, তাঁর রেটিং পয়েন্ট ২১৩।

শীর্ষস্থান হারানো স্টয়নিস ২১১ রেটিং পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আছেন পাঁচে। জিম্বাবুইয়ান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০।

ছয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২০৬। কারণ সুপার এইটে টানা তিন ম্যাচে ব্যাটে-বলে মোটেও অবদান রাখতে পারেননি বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। যার প্রভাব পরেছে সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে।

Exit mobile version