ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। প্রভিডেন্স স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারায় তারা।
অবশ্য এদিন পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেসে বাউয়ের ফিফটিতে ৮ উইকেটে ১৩৬ রান তোলে পাপুয়া নিউগিনি।
সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার শেষে ৯৭ রানে ৫ ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনও তাদের প্রয়োজন ৪ ওভারে ৪০ রান। কিন্তু শেষ দিকে রোস্টন চেজ ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেট ও ছয় বল হাতে রেখেই জয় পায় ক্যারিবীয়রা। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন রোস্টন চেজ।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নিয়িমিত বিরতিতে উইকেটে হারায় নিউগিনি। বিপদে পড়া দলকে সম্মানজনক পুঁজি এনে দেন সেসে বাউ ও কিপলিন ডোরিগা। বাউ ৫০ এবং ডোরিগোর ব্যাট থেকে আসে ২৭ রান।